রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

নানিয়ারচর প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৩:৩৩, ৮ মে ২০২২

আপডেট: ১৩:৩৩, ৮ মে ২০২২

নানিয়ারচর রত্নাংকুর বন বিহারে পুণ্যানুষ্ঠান

নানিয়ারচর রত্নাংকুর বন বিহারে পুণ্যানুষ্ঠান

রাঙামাটির নানিয়ারচর রত্নাংকুর বন বিহারে বিশ্বশান্তি মঙ্গল কামনা ও দেব মনুষ্য তথা জগতের প্রাণীর মঙ্গলার্থে ধর্মীয় পুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মে) সকালে বৌদ্ধধর্মালম্বীদের এই ধর্মীয় অনুষ্ঠানে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কারদান, হাজার প্রদীপ দান, পিন্ডদানসহ নানাবিধ দানের মধ্যে দিয়ে প্রার্থনা করা হয়।


পুণ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

এ সময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, সদস্য প্রিয়নন্দ চাকমা, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমান, থানার অফিসার ইনচার্জ সুজন হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পুর্ণাথীদের মাঝে ধর্মীয় দেশনা প্রদান করেন নানিয়ারচর রত্নাংকুর বন বিহারের অধ্যক্ষ শ্রীমতী বিশুদ্ধানন্দ মহাস্থবীর।


এর আগে দীপংকর তালুকদার রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে বগাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও নানিয়ারচর রেস্টহাউজ সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তুত স্থাপনের ফলক উন্মোচন করেন। 

সম্পর্কিত বিষয়: