রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৪:১৪, ১৫ মে ২০২২

আপডেট: ১৪:১৬, ১৫ মে ২০২২

নানিয়ারচরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে বুদ্ধ পূর্ণিমা পালিত

নানিয়ারচরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে বুদ্ধ পূর্ণিমা পালিত

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বুদ্ধ পূর্ণিমা আজ। গৌতম বুদ্ধের আবির্ভাব ‘জগতের সকল প্রাণী সুখী হোক’ এই অহিংস বাণীর প্রচারক, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ এই স্মৃতি বিজড়িত দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করেন বুদ্ধ ভক্তরা।


তারই ধারাবাহিকতায় বৌদ্ধ সম্প্রদায়ের শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ রবিবার (১৫ মে) সকাল থেকে নানিয়ারচরে রত্নাকুর বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মালম্বীর দায়ক-দায়িকারা সকাল হতে দূর দূরান্ত থেকে বিহারে জড়ো হয় এবং বুদ্ধপূজা ও শীল গ্রহণ, পিণ্ডদানসহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে দিনটি পালন হয়। এ সময় হাজার হাজার দায়ক-দায়িকাদের উপস্থিতিতে ধর্মীয় দেশনা প্রদান করেন সাপছড়ি ফুরমোন আন্তর্জাতিক ভাবনা কেন্দ্র’র অধ্যক্ষ ভৃগু মহাস্থবীর।

উক্ত ধর্মীয় অনষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।  এ সময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য ইলিপন চাকিমা, নানিয়ারচর থানার ওসি সুজন হালদার, বিহার পরিচালনা কমিটির সভাপতি কমল কান্তি চাকমা, পুজনীয় ভিক্ষু সংঘ ও দায়ক দায়িকাগণ উপস্থিত ছিল। 
   

জনপ্রিয়