রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নানিয়ারচর প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১১:০৫, ১৬ মে ২০২২

নানিয়ারচরে মধ্যেরাতে কালবৈশাখীর হানা

নানিয়ারচরে মধ্যেরাতে কালবৈশাখীর হানা

রাঙামাটির নানিয়ারচরে কালবৈশাখীর ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। তিনটি টিনশেড ঘর ভেঙ্গে পড়েছে। এছাড়া সাতটি ঘরের আংশিক ক্ষতি হয়েছে।

রবিবার মধ্যেরাতে নানিয়ারচরে মেঘাচ্ছন্ন আকাশ, গুড়ি গুড়ি ও প্রচন্ড ঝড় এবং বাতাস বইতে থাকে এতে উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙ্গে যাওয়া সড়কে কাদা জমা, ঘরবাড়ি ভাঙ্গাসহ বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়।

সোমবার (১৬ মে) সকালে ক্ষতিগ্রস্ত ঘড়বাড়ি সমূহ পরিদর্শন করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফজলুর রহমান।

নানিয়ারচর উপজলা পরিষদ, ইসলামপুর এলাকা ও হাসপাতাল এলাকাসহ বিভিন্ন এলাকায় ঝড়ের কারণে ঘরের উপর গাছ ভেঙ্গে পড়ে ও বাতাসে তিনটি ঘর প্রায় সম্পূর্ণ ভেঙ্গে যায়। এছাড়া বাতাসের প্রকোপে সাতটি ঘরের ছাউনী উড়ে যায় এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়