রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

নানিয়ারচর প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১১:৪২, ১৯ মে ২০২২

ফলে ফরমালিন দেয়া জিরো টলারেন্স ঘোষণা করল নানিয়ারচর প্রশাসন

ফলে ফরমালিন দেয়া জিরো টলারেন্স ঘোষণা করল নানিয়ারচর প্রশাসন

রাঙামাটির নানিয়ারচরে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে গেল সপ্তাহে এক অসাধু কাঠাল ব্যবসায়ীর প্রায় ৫ শতাধিক ফরমালিন যুক্ত ফল ধ্বংস ও ভ্রাম্যমাণ আদালতে জরিমানার কথার প্রসঙ্গে সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ ফজলুর রহমান বলেন, উপজেলায় অসাধু ব্যবসায়ীদের দ্বারা যেকোনো ফলে ফরমালিন যুক্ত করতে না পারে এতে জিরো টলারেন্স ঘোষণা ও এ বিষয়ে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ সকল ধারাবাহিকভাবে এই বিষ মিশ্রিত ফরমালিন যুক্ত ফল খেলে ক্যান্সার আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে। তাই স্থানীয় চেয়ারম্যান মেম্বার, হেডম্যান, কার্বাবীসহ সকলে প্রশাসনকে তথ্য দেয়ার আহবান জানান এবং সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলকে একসাথে কাজ করার কথা বলেন তিনি।

বৃহস্পতিবার (১৯ মে) সকালে উপজেলা অডিটোরিয়াম কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ ফজলুর রহমান’র সভাপতিত্বে সভায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, নানিয়ারচর জোন সুদক্ষ দশের ওয়ারেন্ট অফিসার তোজাম্মেল হক, নানিয়ারচর থানার ওসি সুজন হালদারসহ আইন-শৃঙ্খলা সভার সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করে বক্তব্য দেন।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়