রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

শম্পু বাহাদুর থাপাঃ-

প্রকাশিত: ১৬:২৭, ১০ মার্চ ২০১৯

নানিয়ারচরে ইউরো কোলা ও বিস্কুট খেয়ে গুরুতর অসুস্থ: ৮

নানিয়ারচরে ইউরো কোলা ও বিস্কুট খেয়ে গুরুতর অসুস্থ: ৮

রাঙামাটি নানিয়ারচর উপজেলা আওতাধীন ইসলামপুরে পানীয় ইউরো কোলা ও বিস্কুট খেয়ে ৮জন গুরুতর অসুস্থ হয়েছে।

রোববার বেলা ১১টায় নানিয়ারচর উপজেলার ইসলামপুর আশ্রয়ন প্রকল্প ৭৪ নং বড়াদম মৌজা, কুকুর মারা ব্রীজ সংলগ্ন বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্কুলের সামনে কামাল হোসেন নামে এক ব্যক্তি তার প্রতিবেশীদেরকে পানীয় ইউরো কোলা ও বিস্কুট খাওয়ানোর পর তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

পরে অসুস্থদের নানিয়াচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অসুস্থ ব্যক্তিরা হলেন- জ্যোতি রঞ্জন চাকমার স্ত্রী পর্দা দেবী (৫৫), বাবুল চাকমার স্ত্রী শুচরিতা চাকমা (৪৫), বাবুল চাকমার মেয়ে জিনাক্য চাকমা (০৯), জগৎ চাকমার মেয়ে আয়না চাকমা (১৩), মনোরঞ্জন চাকমার মেয়ে কবিতা চাকমা (১৫), রতন বিকাশ চাকমার মেয়ে কাহিনী চাকমা (১৪), বাবুল চাকমার মেয়ে লোবিনা চাকমা (১৫) ও বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ বিদ্যালয়ের দপ্তরি বাবুল চাকমা (৪০)।

তারা প্রত্যেকেই নানিয়ারচর উপজেলার ইসলামপুরের বাসিন্দা।

নানিয়াচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা ডাক্তার নূপুর কান্তি দাশ বলেন, প্রত্যেক রোগীই এখন আশাংকা মুক্ত এবং প্রত্যেকের অবস্থা উন্নতির দিকে। তারপরও আমরা সজাগ দৃষ্টি রাখছি। আমাদের পক্ষ হতে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে এবং হবে। রোগীদের আত্মীয় স্বজনদের বলেছি, প্রত্যেকে আশাংকা মুক্ত।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়