রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

নানিয়ারচর প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১২:৪৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

নানিয়ারচরে দুর্যোগ ঝুঁকি নিরূপণ ও ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা

নানিয়ারচরে দুর্যোগ ঝুঁকি নিরূপণ ও ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা

নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে দুর্যোগ ঝুঁকি নিরূপণ ও ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা চুড়ান্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

লিডারশীপ টু এনশিওর এডিকোয়েট নিউট্রিশন (লিন প্রকল্প) আয়োজনে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ঘিলাছড়ি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই কর্মশালায় উপস্থিত ছিলেন, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাসন্তি চাকমা।

আয়োজিত কর্মশালায় প্রশিক্ষক মোঃ রফিকুজ্জামান বিশ্বাস উপস্থিত ছিলেন।

দুর্যোগের ঝুঁকি হ্রাসের ব্যাপারে পাহাড়ের মানুষদের সচেতনতা বৃদ্ধি, দুর্যোগ হলে এর পূর্ব ও দুর্যোগ পরবর্তী সময় করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এবং ইউনিয়নের দুর্যোগ মোকাবেলায় খসড়া প্রয়োজনীয় পদক্ষেপ বিষয়ে আলোচনা ও কর্মপরিকল্পনা চুড়ান্ত করা হয়।

এ সময় ঘিলাছড়ি ইউনিয়নের স্থানীয় হেডম্যান, কার্বারী, ইউপি সদস্যগণ ও স্বেচ্ছাসেবীসহ অনেক এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

সম্পর্কিত বিষয়: