রাঙামাটি । বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

​​​​​​​।। মেহেরাজ হোসেন সুজন ।।

প্রকাশিত: ১৭:০৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১৭:১৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

হস্তান্তরিত হয়েছে নারী ফুটবল দলের গোলরক্ষক রুপনা চাকমার বাড়ি

হস্তান্তরিত হয়েছে নারী ফুটবল দলের গোলরক্ষক রুপনা চাকমার বাড়ি

রুপনার মা- কালাসোনা চাকমার কাছে চাবি হস্তান্তর করছেন রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। ছবিঃ আলোকিত রাঙ্গামাটি


নারী সাফ ফুটবল চ্যাম্পিয়ন শ্রেষ্ঠ গোলরক্ষক রুপনা চাকমার বাড়ি হস্তান্তরিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ঘরটি রুপনার মা- কালাসোনা চাকমার কাছে চাবি হস্তান্তর করেন রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতি) সৈয়দা সাদিয়া নূরীয়াসহ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী, সাংবাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রুপনার গ্রামের পার্শ্ববর্তী লোকজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

এ সময় রুপনার চাকমার মা ঘরের দ্রুত কার্যক্রম হওয়া দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এদিকে রুপনা চাকমা মুঠোফোনে বলেন, এলাকাবাসীর আশীর্বাদে দুর্গম অঞ্চল হতে আমার উঠে আসা, এর পিছনে যারাই আমাকে সহযোগিতা করেছেন তাদের কাছে আমি বরাবরি কৃতজ্ঞতা পোষণ করি। আমাদের গ্রামে আমার একটি ভাঙা ঘর ছিল, সেখানে ঘরের চাল ভেদ করে বৃষ্টির পানি পড়তো। পাকা একটি ঘর পাওয়াতে খুবই ভালো হয়েছে, আমি খুবই আনন্দিত। 

রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান জানায়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যথাসাধ্য চেষ্টায় রুপনা চাকমার বাড়ি তৈরি সম্পন্ন হয়েছে। আজ এই ঘর রুপনা চাকমার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী এর উদ্বোধন করবেন। 

সম্পর্কিত বিষয়: