রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নানিয়ারচর প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:৪৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১৫:৫৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

নানিয়ারচরে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

নানিয়ারচরে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

রাঙামাটি নানিয়ারচরে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে কাপ্তাই উপজেলাধীন ওয়াগ্গা ইউনিয়নের দুর্গম এলাকায় উপকারভোগীদের মাঝে বিনামূল্যে সোলার হোম সিস্টেম বিতরণ করেন। পরে নানিয়ারচর উপজেলাধীন ঘিলাছড়ি ইউনিয়নের বাজার এলাকার নিচ পাড়া হতে রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন শেষ করে নানিয়ারচর বেতছড়ি সুরিদাশপাড়া ও সাবেক্ষন ইউনিয়নের রিঝিবিল পাড়ার ব্রিজ এবং রাস্তা নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, নানিয়ারচর জোন কমান্ডার লে: ক: এস এম রুবাইয়াত হুসাইন (পিএসসি), রাঙামাটি জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মারুফ আহমেদ, জেলা পরিষদ সদস‍্য ইলিপন চাকমা, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরিয়াসহ প্রমুখ।

এ সময় পার্বত্য মন্ত্রী বলেন, পাহাড়ে উন্নয়নের জোয়ার বইছে। থেমে থাকার সময় নেই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ভারী করতে আবারো নৌকায় ভোট দিতে হবে। নৌকার বিকল্প নেই। শিক্ষা, যোগাযোগ, বিদ‍্যুৎ ও চিকিৎসা প্রত্যন্ত পাহাড়ে পৌঁছে গেছে, তাই পিছনে ফিরে তাকানোর সময় নেই।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়