রাঙামাটি । বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১

নানিয়ারচর প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১১:২৮, ৭ মার্চ ২০২৩

নানিয়ারচরে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

নানিয়ারচরে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নানিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) সকালে নানিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতি) সৈয়দা সাদিয়া নূরীয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।

এতে অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: নুরজামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, নানিয়ারচর প্রেস ক্লাবের সংবাদকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিদ‍্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে ১৮ মিনিটের বক্তব্য ছিল মহাকাব্য। এটি ছিল মানবতার ডাক, যে ডাকে যে-কোনো নিপীড়িত জনগোষ্ঠীর জন্য এই ভাষণ সবসময়ই আবেদন সৃষ্টিকারী। এই ভাষণে গণতন্ত্র, আত্মনিয়ন্ত্রণ, স্বাধিকার, মানবতা এবং সব মানুষের কথা বলা হয়েছে। ফলে এই ভাষণ দেশ-কালের গণ্ডি ছাড়িয়ে সার্বজনীন হয়েছে। আর একজন মানুষ একটি অলিখিত বক্তৃতা দিয়েছেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়