রাঙামাটি । বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৩:০১, ২১ আগস্ট ২০২১

কাউখালীতে পাথরবোঝাই ট্রাক নিয়ে ধসে পড়লো বেইলি ব্রিজ

কাউখালীতে পাথরবোঝাই ট্রাক নিয়ে ধসে পড়লো বেইলি ব্রিজ

ছবি: সংগৃহীত


নিজস্ব প্রতিবেদকঃ- রাঙামাটির কাউখালীতে পাথরবোঝাই ট্রাক নিয়ে পোয়াপাড়া বেইলি ব্রিজ ধসে পড়েছে। শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। এতে বন্ধ রয়েছে কাউখালি নাইলাছড়ি সড়ক এবং ভোগান্তিতে পড়েছে আশপাশের হাজার হাজার মানুষ।

পুলিশ জানায়, কাউখালী নব-নির্মিত পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য পাথরবোঝাই ট্রাক টি উপজেলার ঘাগড়া ইউনিয়ন ও কলমপতি ইউনিয়নের সীমান্তবর্তী পোয়াপাড়া বেইলি ব্রিজের মাঝামাঝি গেলে ব্রিজটি ভেঙ্গে ইছামতি নদী সংযুক্ত কাউখালী খালে পড়ে যায়।

এতে চালকসহ ট্রাকে থাকা দুই-তিনজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

বেইলি ব্রিজটি ধসের কারণে কাউখালী-নাইলাছড়ি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এই ব্রিজের উপর দিয়ে কলমপতি ইউপিসহ পার্শ্ববর্তী এলাকার পাহাড়ি নানা কৃষিজ পণ্য বাজারে আসে, যার কারণে সাপ্তাহিক হাটসহ জনজীবনে বিশাল প্রভাব পড়বে বলে জানিয়েছেন স্থানীয়রা।

কাউখালী থানার ওসি মো: শহিদুল্লা জানিয়েছেন, পোয়াপাড়া বেইলি ব্রিজটি পাথর বোঝাই ট্রাকসহ মাঝামাঝিতে ভেঙে ট্রাকসহ নদীতে পড়ে যায়। এতে চালকসহ দুই-তিনজন আহত হয়েছে। বর্তমানে কাউখালী-নাইলাছড়ি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

এই বিষয়ে রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জনান, বিষয়টি আমরা জেনেছি। তবে সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত এখনই বলতে পারছি না।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ