রাঙামাটি । মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ , ২ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

বাঘাইছড়ি সীমান্ত সড়কে পিকআপ উল্টে নারী নিহত, আহত ৭বৈসাবী উৎসবের রঙ পাহাড়ে: ঘরে ঘরে চলছে ঐতিহ্যবাহী পাজন রান্না ও আপ্যায়নকাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে প্রাণের উৎসব ‘বৈসাবি’বান্দরবানের রুমায় কেএনএফের আস্তানা ঘেরাও, সরানো হয়েছে স্থানীয়দেররাঙামাটিতে ২৫৩ লিটার চোলাই মদসহ আটক ১বৈসাবি বরণে রাঙামাটিতে বর্ণিল শোভাযাত্রাঈদ ও নববর্ষের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত রাঙামাটিমুখে কালি মেখে ব্যাংকে হামলা চালায় কেএনএফ’র নারী সদস্যরাকাপ্তাইয়ে ভাড়া বাসা থেকে পলিটেকনিক শিক্ষার্থীর পচাগলা ঝুলন্ত লাশ উদ্ধারলংগদুতে গোসল করতে গিয়ে হ্রদের পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যুরাঙামাটিতে ঈদ ও নববর্ষের আনুষ্ঠানিকতায় পুলিশের নিরাপত্তা জোরদার

লংগদু প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:০৫, ১২ সেপ্টেম্বর ২০২১

লংগদুতে অসহায় ও ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ

লংগদুতে অসহায় ও ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ

লংগদু প্রতিনিধিঃ- রাঙামাটির লংগদুতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারে সদস্যদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।

রবিবার (১২ সেপ্টেম্বর) ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠান ও ২২ জন ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে এই নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়।

উপজেলা পরিষদরে সামনে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাইনুল আবেদীন নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন।

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হোসেন উপস্থিত ছিলেন।

এতে পরিবার প্রতি নগদ তিন হাজার টাকা ও ১ বান্ডেল করে ঢেউটিন প্রদান করা হয়।

আলোকিত রাঙামাটি