রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

নানিয়ারচর প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৭:৩৪, ১৩ সেপ্টেম্বর ২০২১

তিন পার্বত্য জেলার সর্ববৃহৎ সেতু পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

তিন পার্বত্য জেলার সর্ববৃহৎ সেতু পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচরঃ- সরকারের উন্নয়ন প্রকল্পের ধারাবাহিকতার অংশ সদ্য নির্মিত তিন পার্বাত্য জেলার সর্ববৃহৎ সেতু রাঙামাটি জেলার নানিয়ারচর সেতু পরিদর্শন করলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান (এনডিসি)। 

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঘিলাছড়ি-জুরাছড়ি ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক ও মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন 'ক' শ্রেণির পরিবারের পুনর্বাসনের ঘর সমূহ পরিদর্শন শেষে নানিয়ারচর সেতু পরিদর্শন করেন।

এ সময় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায়, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নি, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, রাঙামাটি জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার উপস্থিত ছিলেন।

আলোকিত রাঙামাটি