রাজস্থলীতে দেশীয় তৈরি শটগানসহ জেএসএস (সন্তু)’র ২ সন্ত্রাসী আটক
প্রকাশিত: ১৭:১০, ১৮ নভেম্বর ২০২১

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ার যৌথখামার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই জোনের অধীন বাঙ্গালহালিয়া ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার হাফিজ ফয়সালের নেতৃত্বে অভিযান চালিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস (সন্তু)’র দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
বুধবার (১৭ নভেম্বর) রাত ২টায় যৌথখামার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উসাইং মারমা (৩০), মংচিউ মারমা (২৫)। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র শটগান, এ্যামোনিশন, মোবাইল ও আইডি কার্ড উদ্ধার করা হয়। পরে আটকৃত দুই জেএসএস (সন্তু)’র সন্ত্রাসীকে চন্দ্রঘোনা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী বলেন, সেনাবাহিনী দুই জন আসামী কে অস্ত্রসহ থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের পর আজ রাঙামাটি কোর্টে প্রেরণ করা হবে।
আলোকিত রাঙামাটি
মন্তব্য করুন: