রাইখালীতে ছিনতাই করে পালাতে গিয়ে গণপিটুনিতে আহত ২
প্রকাশিত: ১৫:৩৮, ২১ নভেম্বর ২০২১

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ- দু’টি দোকান থেকে মোবাইল ও টাকা ছিনতাই করে মোটরসাইকেল যোগে পালানোর সময় এলাকার ডংনালায় গ্রামবাসীর হাতে গণপিটুনির শিকার হয় দুই ছিনতাইকারী। এ সময় ১ জন ছিনতাইকারী পালাতে সক্ষম হয়।
গত শনিবার রাত সাড়ে ৮টায় কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়নের খন্তাকাটা ও পুর্ব কোদালা এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
গণপিটুনিতে আহত যুবক ২ জন হলো- রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ছাগলখাইয়া এলাকার মোঃ রানা (২৫) ও মোর্শেদ (২৪)।
খবর পেয়ে চন্দ্রঘোনা থানা পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
পরে ওইদিন রাতেই উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয় বলে জানান, চন্দ্রঘোনা থানার ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী।
তিনি আরো জানান, ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে ছিনতাইকৃত ৬টি মোবাইল ও নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
রাইখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাবাসী রাতেই তাকে ছিনতাইয়ের ঘটনাটি জানিয়েছেন।
আলোকিত রাঙামাটি
মন্তব্য করুন: