বাঘাইছড়িতে জোড়া খুনের ঘটনায় বড় ঋষি চাকমাকে প্রধান আসামি করে মামলা
প্রকাশিত: ১২:৩৩, ৭ জানুয়ারি ২০২২

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় জোড়া খুনের ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান বড় ঋষি চাকমাকে প্রধান আসামি ও জেএসএস সন্তু লারমা দলের ১২ নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাত ২০ জনকে আসামি করে বাঘাইছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের কমান্ডার জানং চাকমার ছোট ভাই এলিন চাকমা।
গত বৃহস্পতিবার (৬ জানুয়ারী) রাতে বাঘাইছড়ি থানায় এই মামলা দায়ের করেন।
বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান মামলার বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ, গত ২৯ ডিসেম্বর বুধবার দুপুর পৌনে ১টায় উপজেলার পাকুইজ্জাছড়ি মারিশ্যা-দীঘিনালা সড়কের দুই কিলোমিটার এলাকায় জেএসএস (সন্তু) ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের মধ্যে ভয়াবহ গোলাগুলি সংগঠিত হয়। এতে জেএসএস (সন্তু) দলের সহকারী কম্পানি কমান্ডার তুজিম চাকমা ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের পরিচালক জানং চাকমা ঘটনাস্থলে নিহত হয়। এই ঘটনায় আহত হয় পথচারী বাঙালী যুবক মনিরুল ইসলাম। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলি ভর্তি একটি একে-৪৭ রাইফেল ও দুইটি ম্যাগজিন ও ৩৫ রাউন্ডগুলির খোসা সহ দু’জনের মরদেহ উদ্ধার করে যৌথবাহিনী। এই ঘটনায় এলাকায় নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
আলোকিত রাঙামাটি
মন্তব্য করুন: