রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

জুরাছড়ি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:১৩, ১২ জানুয়ারি ২০২২

জুরাছড়িতে ১২শ’ শিক্ষার্থী পেল ফাইজার টিকা

জুরাছড়িতে ১২শ’ শিক্ষার্থী পেল ফাইজার টিকা

জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ- রাঙামাটির জুরাছড়ি উপজেলায় কোভিড-১৯ এর ফাইজার টিকা ১ হাজার ২শ’ শিক্ষার্থীকে প্রদান করা হয়েছে।

গত মঙ্গলবার (১১ জানুয়ারি) রাঙামাটি মারী স্টেডিয়ামে হল কক্ষে শিক্ষার্থীদের টিকা প্রদান বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনন্যা চাকমা।

উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ জানান, উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সকালে ৩টি লঞ্চে ১ হাজার ২শ’ অধীক শিক্ষার্থী জুরাছড়ি থেকে রাঙামাটি উদ্দেশ্যে পাঠানো হয়।

টিকা প্রাপ্ত সদক, কানন ও উর্মি চাকমা বলেন, টিকা পেয়ে আমি অনেক খুশি। যদিও টিকা নেওয়ার আগে কিছুটা ভয় ছিল।

অভিভাবক ববিতা, ধন রতন চাকমা বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের কোভিড-১৯ প্রতিষেধক টিকা প্রদান খুবই মহৎ উদ্যোগ। আমারা সরকারের কাছে কৃতজ্ঞ।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়