রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় সেনাবাহিনীর উদ্যোগে মতবিনিময় সভা
মিরাজ (রাজস্থলী) প্রতিনিধিঃ-
আপডেট: ১৮:৪৫, ২৫ জানুয়ারি ২০২২

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার কাপ্তাই জোনের অটল ৫৬ এর উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে এক মত বিনিময় সভা রাজস্থলী উপজেলাধীন বাঙ্গালহালিয়া সেনা ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ১০ টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাঙ্গালহালিয়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মদ ওমর ফারুক, ওয়ারেন্ট অফিসার মোঃ শুক্কুর ও ৩নং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা সহ বিভিন্ন ওয়ার্ডের সদস্য-সদস্যাগণ এবং মাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মেজর মোহাম্মদ ওমর ফারুক বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে। তারই ধারাবাহিকতায় এলাকায় শান্তি প্রতিষ্ঠা এবং মহামারী করোনা সংক্রমণ রোধে সকলে স্বাস্থ্য বিধি মেনে চলতে উদ্বুদ্ধ করতে জনপ্রতিনিধিদের এক হয়ে কাজ করার আহ্বান জানান।
তিনি আরো বলেন, সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না, চাঁদাবাজ ও সন্ত্রাসী যে কেউ হউক তাদের প্রতিহত করতে হবে।
মন্তব্য করুন: