রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:১২, ২৬ জানুয়ারি ২০২২

কাপ্তাইয়ে মাস্কবিহীন পথচারীকে গুনতে হলো জরিমানা

কাপ্তাইয়ে মাস্কবিহীন পথচারীকে গুনতে হলো জরিমানা
বড়ইছড়ি সদর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন ইউএনও মুনতাসির জাহান।

কাপ্তাইয়ে করোনা সংক্রমণ উদ্বেগজনক ভাবে বৃদ্ধি পাওয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানও জোরদার করেছে উপজেলা প্রশাসন।

তারই ধারাবাহিকতায় বুধবার (২৬ জানুয়ারী) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত বড়ইছড়ি সাপ্তাহিক হাটে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান।

এ সময় বাংলাদেশ দন্ডবিধি আইনের ২৬৯ ধারায় মাস্কবিহীন চলাচলের অপরাধে ১৩ জন পথচারীর বিরুদ্ধে মামলা দায়ের করা সহ তাদের কাছ থেকে ৬ শ' ৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালীন সময় উপস্থিত ছিলেন, কাপ্তাই থানার ওসি কাজী জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলামসহ থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়