রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:২০, ২৬ জানুয়ারি ২০২২

বাঘাইছড়িতে আশ্রয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক সাখাওয়াত হোসেন

বাঘাইছড়িতে আশ্রয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক সাখাওয়াত হোসেন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়িতে ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার দূর্যোগ সহনীয় ঘর তৈরির অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৯ মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

বুধবার (২৬ জানুয়ারী) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে দ্বিতীয় ধাপে চলমান ৯০টি ঘরের কাজ পরিদর্শন করেন।


পরিদর্শন শেষে চলমান কাজ দেখে প্রধানমন্ত্রী কার্য়ালয়ের পরিচালক-৯ সাখাওয়াত হোসেন খুবই সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়াও তিনি উপকার ভোগী পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

এ সময় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের এডিসি রেভিনিউ শিল্পী রাণী, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়: