নানিয়ারচরে সড়ক দুর্ঘটনায় সোনালী লাইফ ইন্সুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার নিহত
নানিয়ারচর প্রতিনিধিঃ-
আপডেট: ১০:৪৫, ২৬ মে ২০২২

রাঙামাটির নানিয়ারচরের ঘিলাছড়ি সড়কে বুধবার (২৫ মে) রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় খাগড়াছড়ি জেলার পপি চাকমা (৩৫) নামে সোনালী লাইফ ইন্সুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা জায়, গন্তব্য স্থলে পৌঁছাতে একটি অনটেস্ট মোটরসাইকেলের আরোহী ছিলেন নিহত পপি চাকমা। বুধবার রাত ৯টার দিকে (রাঙামাটি-খাগড়াছড়ি) সড়কের নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। তবে কিভাবে এ ঘটনা ঘটেছে তা জানা না গেলেও ঘটনাস্থল হতে লাশ ও মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ। তবে মোটরসাইকেল চালকের বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।
নিহতের বিষয়টি নিশ্চিত করে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, খোঁজ পেয়ে তাৎক্ষনিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই মোটরসাইকেল ও নিহত পপি চাকমার লাশ থানায় আনা হয় এবং এ বিষয়ে তদন্ত ও আইনি কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন: