রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

বাঘাইছড়ি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:৪৯, ২৭ মে ২০২২

বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে ৩২ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে ৩২ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

দুই মেয়র প্রার্থী আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা জমির হোসেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ স্বতন্ত্র রহমত উল্লাহ খাজা মোবাইল প্রতীক। এছাড়াও ২১ জন সাধারণ ও সংরক্ষিত ৮ জনসহ মোট ৩২ জন প্রার্থীর হাতে তাদের পছন্দের প্রতীক তুলে দেন খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা ও বাঘাইছড়ি রিটার্নিং কর্মকর্তা সাইদুর রহমান।

এ সময় বাঘাইছড়ি উপজেলা নির্বাচনী কর্মকর্তা চৈতালী চাকমা ও বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদ আসাদসহ পৌরসভার দুই মেয়র প্রার্থী, ৯ ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

২২.৮ বর্গমাইলের এই পৌর নির্বাচন আগামী ১৫ই জুন প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ অনুষ্ঠিত হবে। 

এতে মেয়র পদে ০৩, সাধারণ কাউন্সিলর পদে ২৩ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ০৮ জনসহ মোট ৩৪ জন প্রার্থীর মনোনয়ন জমা দেয়। এর মধ্যে যাচাই-বাছাইয়ে এক মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, দুই সাধারণ কাউন্সিলর প্রার্থীতা প্রত্যাহার এবং একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় মোট ৩২ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

পৌরসভায় মোট ভোটার ১১,১৭১ জন, এর মধ্যে পুরুষ ভোটার ৫,৮২০ এবং নারী ভোটার ৫,৩৫১ জন। সাধারণ ওয়ার্ড সংখ্যা ৯টি, সংরক্ষিত মহিলা ওয়ার্ড সংখ্যা ৩টি।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়