• রাঙামাটি

  •  মঙ্গলবার, মে ৩০, ২০২৩

রাঙ্গামাটি

বাঘাইছড়িতে বজ্রপাতে অনার্স পড়ুয়া ছাত্র অর্কো চাকমা নিহত

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ-

 আপডেট: ০৯:২৭, ১৪ জুন ২০২২

বাঘাইছড়িতে বজ্রপাতে অনার্স পড়ুয়া ছাত্র অর্কো চাকমা নিহত
বজ্রপাতে নিহত অর্কো  চাকমা। ছবি: আলোকিত রাঙ্গামাটি

রাঙামাটির বাঘাইছড়িতে বজ্রপাতে অনার্স ১ম বর্ষের এক ছাত্র নিহত হয়েছে।

সোমবার (১৩ জুন) সন্ধ্যায় বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের উত্তর হিরারচর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম অর্কো চাকমা। সে হিরারচর গ্রামের মিহির কান্তি চাকমা’র ছেলে। নিহত অর্কো চাকমা রাঙামাটি সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র বলে জানা গেছে।

অর্কো চাকমার বন্ধু পিয়াল চাকমা জানান, ‘সন্ধায় বাড়িতে ফেরার পথে হঠাৎ বজ্রপাতের শিকার হলে সে জ্ঞান হারায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্থানীয় ইউপি চেয়ারম্যান আমাকে বিষয়টি জানিয়েছেন, এই ঘটনায় আমি মর্মাহত হয়েছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে অর্কো চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।’

মন্তব্য করুন: