রাঙামাটি । বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ , ৪ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ

প্রকাশিত: ০৯:৩৭, ২ জুলাই ২০২২

আপডেট: ০৯:৪০, ২ জুলাই ২০২২

রাঙামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ দোকানসহ ২ বাসা পুড়ে ছাই

রাঙামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ দোকানসহ ২ বাসা পুড়ে ছাই
ছবি:- আলোকিত রাঙ্গামাটি 

রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ১৩টি দোকান ও ২টি বাসা ভষ্মিভুত হয়েছে। শুক্রবার দিনগত রাত ৩ টার দিকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। রাঙামাটি ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নেভাতে গিয়ে ৩ জন আহত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা বলছে, ‘অগ্নিকান্ডে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।’ 

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘রাত ৩ টার দিকে কলেজ গেইট মসজিদের সামনে একটি দোকানে আগুনের ফুলকি দেখা যায়। মানুষ কোন কিছু বুঝে উঠার আগেই মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোঃ রফিকুজ্জামান বলেন, ‘আমরা রাত ৩ টা ১০ মিনিটে খবর পেয়েছি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। আমাদের দুটি ইউনিট কাজ করে আগুনকে ছড়াতে দেয়নি।’

তিনি আরো বলেন, ‘নিচে অনেক বাড়িঘর ছিলো। কোন কারণে যদি আগুন নেভাতে দেরি হতো তাহলে কয়েশত বাড়িঘর আগুনে পুড়ে ছাই হয়ে যেতো। আগুনে প্রায় ১৩টি দোকান ভষ্মিভুত হয়েছে। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমান আমরা নিরূপন করে জানাতে পারবো।’