রাঙামাটি । মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ , ৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৫:৩৪, ৪ জুলাই ২০২২

কাপ্তাইয়ে ঈদের আগে টিসিবি’র পণ্য পেয়ে খুশি এলাকাবাসী

কাপ্তাইয়ে ঈদের আগে টিসিবি’র পণ্য পেয়ে খুশি এলাকাবাসী

ঈদের আগে স্বল্পমূল্য টিসিবির তিনটি পণ্য পেয়ে লোকজন খুশি। কাপ্তাইয়ে সোমবার (৪ জুলাই) ৪নং ইউনিয়ন এলাকায় এই টিসিবির পণ্য ন্যায্যমূল্যে বিক্রয় করা হয়।

টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন কাপ্তাই ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ। এ সময় উপজেলা আ'লীগ সহ-সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সাধারন সম্পাদক একরামুল হক, ডিলার কাঞ্চন চৌধুরী, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মোঃ কবির হোসেন ও ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।

ডিলার কাঞ্চন চৌধুরী জানান, ৭,৮,৯ এবং ৪,৫,৬ নং ওয়ার্ডের লোকজনের মাঝে এসব পণ্য দেয়া হয়। পণ্য সামগ্রী গুলো পেয়ে আগত লোকজন অনেকে খুশি বলে কয়েকজন জানায়।

প্রসঙ্গত, সরকার নির্ধারিত ডিলারের মাধ্যমে ট্যাগ অফিসারদের উপস্থিতিতে টিসিবি কার্ডধারী প্রতিজনকে ২ লিটার সয়াবিন তেল (প্রতি লিটার ১১০ টাকা করে ২২০ টাকা), প্রতি কেজি মসুর ডাল ৬৫ টাকা (২ কেজি ১৩০ টাকা), এবং প্রতি কেজি চিনি ৫৫ টাকা দরে মোট ৪০৫ টাকায় ৩ টি পণ্য প্রদান করা হচ্ছে। 

সর্বশেষ

জনপ্রিয়