লংগদুতে জেএসএস (সন্তু)’র সন্ত্রাসীদের গুলিতে নিহত ১
“
নিজস্ব প্রতিবেদকঃ-
আপডেট: ১৩:৩৯, ১৯ জুলাই ২০২২

রাঙামাটির লংগদু-দীঘিনালার সীমান্ত লাগোয়া মাইনি নদীর পাড়ে জেএসএস (সন্তু)’র সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে বিনয় চাকমা (২৪) নামে ইউপিডিএফ (প্রসীত) দলের এক সন্ত্রাসী নিহত হয়েছেন।
সোমবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৫টায় এই ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা। নিহত ইউপিডিএফ’র সন্ত্রাসী নানিয়ারচর বালুমূড়া এলাকার রুপেন বিকাশ চাকমার ছেলে। এলাকাটি দুর্গম হওয়ায় এখনো আইন-শৃঙ্খলা বাহিনীর কোন দল ঘটনাস্থলে পৌঁছায়নি।
এদিকে, একই সময়ে দীঘিনালা উপজেলার বাবুছড়ার নাড়াইছড়িতেও ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএস (সন্তু) লারমা দলের মধ্যে বন্দুকযুদ্ধ সংগঠিত হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
অপরদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত বিনয় চাকমার লাশ ইউপিডিএফ উদ্ধার করে নিয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন: