রাঙামাটি । মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ , ৪ চৈত্র ১৪৩০

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ০৯:৫৬, ২৭ জুলাই ২০২২

আপডেট: ১১:৫৪, ২৭ জুলাই ২০২২

বরকলে অস্ত্র মামলায় সাবেক জেএসএস নেতা সুমন চাকমা আটক

বরকলে অস্ত্র মামলায় সাবেক জেএসএস নেতা সুমন চাকমা আটক

অস্ত্র মামলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সন্তু লারমা গ্রুপের সাবেক সশস্ত্র নেতা সুমন চাকমা কে আটক করেছে পুলিশ।

বুধবার (২৭ জুলাই) সকালে সুবলং নিজ বাড়ী থেকে বরকল থানা পুলিশ তাকে আটক করেছে বলে জানা যায়। আটক সুমন চাকমা চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ি শ্রমিক কল্যাণ ফোরামের পাঁচ বারের সাবেক সভাপতি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পাহাড়ি গার্মেন্টস কর্মী বলেন, চট্টগ্রামে থাকাকালীন নানা আকাম-কুকামের গডফাডার ও জুম্ম সমাজের মধ্যে একটি আতঙ্কের নাম ছিলো সুমন চাকমা। সুমনের জুলুম ও অত্যাচারের শিকার হয়নি এমন সংখ্যা খুব কম। চট্টগ্রাম নিউমুরিং এলাকায় থাকাকালীন বহু পাহাড়িকে মারধর ও গুমের সাথে জড়িত সে। তার বিরুদ্ধে অস্ত্র ও হত্যা মামলা রয়েছে। আটক সুমন চাকমা বরকল উপজেলার সুভলং মিতিঙ্গাছড়ি এলাকার গঙ্গারতন চাকমার ছেলে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার এএসপি আবদুল আওয়াল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক সুমন চাকমার বিরুদ্ধে বরকল থানায় মামলা রয়েছে। মামলা নং- ০২, তারিখ- ২৫/০৫/২০১১ খ্রিঃ এবং মামলা নং- ১ (৯) ০৩, জিআর- ২৪৬/০৩।

জিজ্ঞাসাবাদ শেষে আটক সুমন চাকমা কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়