রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ০৯:৪৮, ৪ আগস্ট ২০২২

অশ্রুজলে কাপ্তাইয়ের দুই শিক্ষককে স্মরণ করলেন সহকর্মীরা

অশ্রুজলে কাপ্তাইয়ের দুই শিক্ষককে স্মরণ করলেন সহকর্মীরা
স্মরণ সভায় উপস্থিত অতিথিবৃন্দ ও অংশ গ্রহণকারীদের দেখা যাচ্ছে।

কাপ্তাই উপজেলাধীন কেআরসি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম নুরুল আলম ও কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল হক স্মরণে এক স্মরণ সভা গত বুধবার (৩ আগস্ট) বিকেলে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অশ্রুজলে কাপ্তাইয়ের এই দুই শিক্ষককে স্মরণ করলেন সহকর্মীরা।

মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সমন্বয়ে গঠিত স্মরণ সভা আয়োজন উপ-কমিটি এই শোক সভার আয়োজন করে।

স্মরণ সভা উপ-কমিটির আহবায়ক কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজ্জামেল হোসেন সভায় সভাপতিত্ব করেন।

বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাজেশ ভট্টচার্য্যের সঞ্চালনায় এ সময় দুই প্রধান শিক্ষকের কর্মজীবন নিয়ে অশ্রুসিক্ত নয়নে স্মৃতিচারণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিচ, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাদির আহমেদ, কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, কাপ্তাই ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শাহবুদ্দীন আজাদ, কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু্, কেপিএম স্কুলের প্রধান শিক্ষক রহিমা আক্তার রোজী, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সুবিমল তনচংগা, চিৎমরম  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যাসুই প্রু মারমা, পাহাড়িকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক অনিল কুমার নাথ, নারানগিরি সরকারি স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মনচুরী, তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার মোহাম্মদ জাফরুল ইসলাম নিজামী, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি মোঃ কবির হোসেন,সাংবাদিক কাজী মোশারফ হোসেন।

এছাড়া কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মোহাম্মদ হাবিবুল হকের দুই পুত্র মোহাম্মদ জুলফিকার মনির ও শাহরিয়ার মনির স্মরণসভায় তার পিতার স্মৃতিচারণ করেন।

স্মরণ সভায় দুই প্রধান শিক্ষকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসা সুপার মোহাম্মদ জসিম উদ্দীন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়