রাঙামাটি । মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ , ৪ চৈত্র ১৪৩০

লংগদু প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:৫৭, ১৫ আগস্ট ২০২২

আপডেট: ১৭:২১, ১৫ আগস্ট ২০২২

লংগদুতে বিজিবি’র ত্রাণ সামগ্রী, বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

লংগদুতে বিজিবি’র ত্রাণ সামগ্রী, বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

রাঙামাটির লংগদু উপজেলার রাজনগর (৩৭ বিজিবি) জোনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গরীব ও হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, নগদ আর্থিক অনুদান ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

সোমবার (১৫ই আগস্ট) সকাল সাড়ে ১১টয় রাজনগর বিজিবি জোনের মাঠ প্রাঙ্গনে এসব বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে ৫০ জন গরীব ও হত দরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, চিনি, আলু, লবণ, তেলসহ নিত্যপণ্য সামগ্রী ও ১৬ জনের মাঝে নগদ আর্থিক অনুদান এবং দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজানগর জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল হাসানুর রহমান (পিএসসি)।

এতে আরো উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন মোঃ রসুল আমিন, (আরএমও), সহকারী পরিচালক, মোঃ হাফিজুর রহমানসহ অনান্য বিজিবি কর্মকর্তাগণ।

প্রধান অতিথি জোন অধিনায়ক হাসানুর রহমান (পিএসসি) বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবারকে নির্মমভাবে হত্যা করেছে। আজ জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিহত তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের মাগফেরাত দান করেন। জোনের পক্ষ থেকে এলাকার গরীব ও হতদরিদ্র মানুষের মাঝে সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়