• রাঙামাটি

  •  মঙ্গলবার, মে ৩০, ২০২৩

রাঙ্গামাটি

জাতীয় শোক দিবসে সরকারি গণগ্রন্থাগারে আলোচনা ও দোয়া মাহফিল

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

 আপডেট: ১৭:২৭, ১৫ আগস্ট ২০২২

জাতীয় শোক দিবসে সরকারি গণগ্রন্থাগারে আলোচনা ও দোয়া মাহফিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবারে হত্যাকাণ্ডে শহীদদের স্বরণে এবং জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) বিকেলে জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে গ্রন্থাগার মিলনায়তনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা।

জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সুনীলময় চাকমার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, স্ট্রিম টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ কিরন বিকাশ চাকমা, রাঙামাটি সরকারি কলেজের সহকারী লাইব্রেরিয়ান মোঃ মঈন তারেক ও মুক্তিযুদ্ধ গবেষক ইয়াছিন রানা সোহেল।

অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক ও কবি মোঃ কামরুল হাছান রাজিব।

আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে শহীদ সকলের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য করুন: