রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৩:৪৩, ১৯ সেপ্টেম্বর ২০২২

জুরাছড়িতে কমিউনিটি সেন্টারের ভিত্তি প্রস্থর স্থাপনসহ বিভিন্ন সহায়তা প্রদান

জুরাছড়িতে কমিউনিটি সেন্টারের ভিত্তি প্রস্থর স্থাপনসহ বিভিন্ন সহায়তা প্রদান

রাঙামাটি জেলার দুর্গম জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নে কমিউনিটি সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন, অসহায় পরিবারের মাঝে ঢেউটিন, সোলার, নগদ অর্থ প্রদান, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার স্নেহ কুমার স্মৃতি ক্লাব ও এলাকাবাসীর উদ্যোগে বনযোগীছড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

বনযোগীছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুরাছড়ি উপজেলা জোন কমান্ডার লেঃ কর্ণেল জুলকিফলী আরমান বিখ্যাত, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা, জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, জুরাছড়ি উপজেলার অফিসার ইনচার্জ শফিউল আজম, রাঙামাটি জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, বনযোগীছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জল কুমার চাকমা প্রমূখ।

আলোচনা সভা শেষে অসহায় ৩ পরিবারের মাঝে ঢেউটিন, ৫ পরিবারের মাঝে সোলার, ১৩ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান, উপজেলার কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া  ৪ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি প্রদান এবং চেয়ারম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৯ ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ করা হয়।

এর আগে বনযোগীছড়া ইউনিয়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৪০ লক্ষ টাকা ব্যয়ে নতুন কমিউনিটি সেন্টারের ভিত্তি প্রস্থরের উদ্বোধন করা হয়।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়