রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৩:৪৬, ২২ সেপ্টেম্বর ২০২২

কাপ্তাই উপজেলায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

কাপ্তাই উপজেলায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
সম্প্রীতি সমাবেশে অতিথিরা শপথ গ্রহণ করছেন।

জনগণের মধ্যে ভাতৃত্ববোধ বজায় রাখা, প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ, গোত্রের মধ্যে সহাবস্থান নিশ্চিত করা, সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করাসহ সমাজে হানাহানি বন্ধ করার লক্ষ্যে সরকার দেশের প্রতিটি জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সম্প্রীতি কমিটি গঠন ও সম্প্রীতি সমাবেশ করার নির্দেশনা দেয়। তারই ধারাবাহিকতায় কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর)। কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, মূল্যবোধ বজায় রেখে পরস্পরের প্রতি হিংসা, সহিংসতা বন্ধ করে বহুত্ববাদী সমাজ ব্যবস্থা গঠন করা আমাদের মূল্য লক্ষ্য হওয়া উচিত।

সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন, কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন, কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী, কাপ্তাই বিএসপিআই'র অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, কাপ্তাই থানার ওসি (তদন্ত) আকতার হোসেন, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা, কাপ্তাই বিদ্যুৎ শ্রমিক লীগের সহ-সভাপতি আবদুল ওহাব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ সোলাইমান, কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, ৩২৩নং চিৎমরম মৌজার হেডম্যান ক্যাওসিং মারমা, নালন্দা জ্ঞানশ্রী শিশু কেন্দ্রের অধ্যক্ষ ক্ষেমানন্দ ভান্তে, কর্ণফুলী সরকারি কলেজের শিক্ষার্থী সাবরিন সুলতানা।

সমাবেশে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, হেডম্যান, কার্বারী, শিক্ষার্থী, ধর্মীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়