রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১২:৫৫, ২৬ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৩:০৩, ২৬ সেপ্টেম্বর ২০২২

কাপ্তাইয়ে পূজামন্ডপের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে ইউএনও

কাপ্তাইয়ে পূজামন্ডপের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে ইউএনও

রাঙামাটি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা মোতাবেক আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কাপ্তাইয়ের ৮টি পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।

রবিবার বিকেলে কাপ্তাই উপজেলার ৮টি পূজামন্ডপের সিসি ক্যামেরা স্থাপনসহ সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন তিনি।

এ সময় কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, সহকারি তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসাইন, কাপ্তাই উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, সাংগঠনিক সম্পাদক বাবলু বিশ্বাস অমিতসহ বিভিন্ন মন্দিরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। পূজায় যেকোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক মনিটরিং করবে প্রশাসন। এছাড়া প্রতিটি পূজা মন্ডপে কঠোর অবস্থানে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়