রাঙামাটি । শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৩ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

ওমর ফারুক সুমন (বাঘাইছড়ি) সংবাদদাতাঃ-

প্রকাশিত: ১৮:১০, ১ অক্টোবর ২০২২

বাঘাইছড়ির কাচালং নদীতে দুই নৌকার সংঘর্ষে মাঝি রাম কুমার চাকমা নিহত 

বাঘাইছড়ির কাচালং নদীতে দুই নৌকার সংঘর্ষে মাঝি রাম কুমার চাকমা নিহত 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মোরঘোনা ছড়া এলাকায় কাচালং নদীতে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে মাঝি রাম কুমার চাকমা ওরফে পাঞ্জা (৬৭) নিহত হয়েছে। এই ঘটনায় অনন্ত চাকমা (৫০) নামে আরো এক ব্যক্তি মারাত্মক ভাবে আহত হয়েছে।

নিহত মাঝি রাম কুমার চাকমা উপজেলার খেদারমারা ইউনিয়নের পাবলাখালী গ্রামের মৃত হরি কিশোর চাকমার ছেলে। শনিবার (১ অক্টোবর) দুপুর পনে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

খেদারমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্টু চাকমা বলেন, ‘দুপুরে কাচালং নদীর মোরঘোনা ছড়া এলাকায় দুই নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। কচুছড়িন দিক থেকে আসা দ্রুতগামী নৌকা রাম কুমার চাকমার নৌকায় সামনে থেকে সজোরে ধাক্কা দিলে পরে গিয়ে দুজনেই পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তা অনন্ত চাকমাকে জীবিত উদ্ধার করা গেলেও মৃত অবস্থায় উদ্ধার করা হয় রাম কুমার চাকমাকে।’

বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান বলেন, ঘটনাটি আমরা শুনেছি। এ বিষয়ে কোন অভিযোগ না থাকায়, তারা স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় মরদেহ দাহকর্ম শেষ করেছে বলে ওসি আনোয়ার হোসেন খান জানান।

জনপ্রিয়