রাঙামাটি । বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:১২, ২ ডিসেম্বর ২০২২

বাঘাইছড়িতে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছর পালিত

বাঘাইছড়িতে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছর পালিত

ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়িতে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে বিজিবি মারিশ্যা জোন ও পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৫ বছর পূর্তি উদযাপন কমিটি।

ঐতিহাসিক এই দিনটি উপলক্ষে বিজিবি মারিশ্যা জোন ও পাহাড়ি সুশীল সমাজ আলাদা ভাবে উদযাপন করে।

শুক্রবার (২ ডিসেম্বর) সকালে বিজিবি শোভা যাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল শরিফুল্লাহ আবেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, পার্বত্য শান্তি চুক্তির ফলে পাহাড়ে উন্নয়নের সুবাতাস বইছে, পাহাড়ের মানুষ উন্নয়নের সুফল ভোগ করছে।

পরে বিজিবি’র জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে কম্বল ও শীত বস্ত্র বিতরণ করা হয়।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়