রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:০৩, ২ ডিসেম্বর ২০২২

কেউ অশান্তি সৃষ্টি করলে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না : কাপ্তাই জোন কমান্ডার

শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উদযাপনঃ

কেউ অশান্তি সৃষ্টি করলে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না : কাপ্তাই জোন কমান্ডার
কাপ্তাই সেনাজোন অটল ছাপ্পান্ন কর্তৃক শান্তিচুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত র‍্যালী।

কাপ্তাই সেনাজোন এলাকায় কেউ অশান্তি সৃষ্টি করলে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। সেনাবাহিনী সব সময় শান্তি, উন্নয়ন ও সর্বদা নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) কাপ্তাই সেনা জোন অটল ছাপ্পান্ন’র আয়োজনে শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই জোন অধিনায়ক লেঃ কর্ণেল নূর উল্লাহ জুয়েল এসব কথা বলেন৷

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার পাহাড়ে একের পর এক উন্নয়ন করে যাচ্ছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আসুন আমরা সকলে বিভেদ ভুলে গিয়ে পার্বত্য এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করি।’


পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এবারের মূল প্রতিপাদ্য বিষয় ছিল “ঐক্যের মাঝে শান্তি পাই, পাহাড়ী বাঙালী ভাই ভাই।”

চুক্তি স্বাক্ষরের ২৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কাপ্তাই সেনা জোন ৫৬ বেঙ্গলের কাপ্তাই জোনের আয়োজনে ওইদিন বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য র‍্যালী ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উচ্চ বিদ্যালয় চত্বরে জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নূর উল্লাহ জুয়েল শান্তির দূত পায়রা অবমুক্ত ও বেলুন উড়িয়ে র‍্যালীর উদ্বোধন করেন। এরপর বর্ণিল সাজে সজ্জিত হয়ে নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে র‍্যালীটি কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে নতুনবাজার হয়ে কাপ্তাই জোন সদর শহীদ আফজল হক হল রুমে এসে শেষ হয়।


এতে জোন অধিনায়ক ছাড়াও বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ ও ভাইজ্যাতলী হেডম্যান থোয়াই অং মারমা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জোনের উপ-অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, পুলিশ পরিদর্শক শাহিনুর রহমানসহ স্কুল শিক্ষার্থী, শিক্ষক, মুক্তিযোদ্ধা, পাহাড়ী-বাঙালীসহ এলাকার সর্বস্তরের লোকজন।

এ সময় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি, স্কুল শিক্ষক, শিক্ষার্থীসহ কাপ্তাই জোনের সকল পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়