রাঙামাটি । বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ , ৪ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:০১, ২৪ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৬:০২, ২৪ জানুয়ারি ২০২৩

বাঘাইছড়িতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

বাঘাইছড়িতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কৃষক সমাবেশ- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাঘাইছড়ি কৃষি সম্পসারণ অধিদপ্তরের কর্মকর্তা শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুমসহ বিভিন্ন ব্যাংক এর ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

সমাবেশে কৃষকরা তাদের বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন এবং সহজ নিয়মে স্বল্প সুদে সরকারি ভাবে ব্যাংক ঋণের জন্য সরকারের কাছে আবেদন জানান।

এ সময় অতিথিরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে এক ইঞ্চি জমি যেন খালি পড়ে না থাকে, অনাবাদি ও পতিত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বক্তারা বর্তমান সরকারের নীতিমালা অনুসারে কম খরচে বেশি বেশি ফসল উৎপাদন করার পরামর্শ প্রদান করেন। এছাড়া সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন।

সম্পর্কিত বিষয়: