রাঙামাটি । শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৩ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১১:১৫, ২৬ জানুয়ারি ২০২৩

রাঙামাটি কলেজে পিসিসিপি’র শিক্ষা সহায়তা কার্যক্রমে পিসিপি’র বাধা

রাঙামাটি কলেজে পিসিসিপি’র শিক্ষা সহায়তা কার্যক্রমে পিসিপি’র বাধা

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি সরকারি কলেজ শাখার উদ্যােগে একাদশ শ্রেণীতে সাধারণ শিক্ষার্থীদের ভর্তি সহায়তা কার্যক্রমে বাধা প্রদান করে পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)।

জানা যায়, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি সরকারি কলেজ শাখার পক্ষ থেকে একাদশ শ্রেণীতে ভর্তি সহায়তায় শিক্ষার্থীদের জন্য মঙ্গলবার দিনব্যাপী কলেজ ক্যাম্পাসে তথ্য সেবা ডেক্স স্থাপন করেছিলো। বুধবারও সরকারি কলেজে সাধারণ নবীন শিক্ষার্থীদের ভর্তি সহায়তার বিষয়ে কলেজ ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনা করে নেতাকর্মীরা।

এ সময় কলেজ প্রাঙ্গণে সকাল থেকে কার্যক্রম শুরু করে দুপুরে শেষ করে কলেজ ক্যাম্পাসে সামনে ছাত্র পরিষদের নেতাকর্মীরা ব্যানার নিয়ে ছবি তোলার সময় পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) সভাপতি সুমন চাকমার নেতৃত্বে কয়েকজন এগিয়ে এসে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ এর নেতাকর্মীদের বাধা প্রদান করে। এ সময় পিসিপি’র নেতৃবৃন্দ হুমকী দিয়ে বলে সরকারি কলেজে ছাত্র পরিষদ কোন কার্যক্রম চালাতে পারবে না। এ সময় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি সরকারি কলেজ কমিটির আহ্বায়ক মো: শহিদুল ইসলামকে শাসিয়ে বলে কলেজে ছাত্র পরিষদের কোন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কার্যক্রম করলে কলেজ এর বাহিরে করতে হবে। 

এ সময় খবর পেয়ে তাৎক্ষনিক জেলা সভাপতি মো: হাবীব আজম কলেজ প্রাঙ্গনে ছুটে গিয়ে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে পিসিপি সভাপতি এই সময়ে হুমকি দিয়ে বলেন, আজকে ভালোভাবে বলেছি সামনে থেকে আর ভালোভাবে বলবো না।

তখন প্রতিউত্তরে ছাত্র পরিষদের নেতা হাবীব আজম বলেন, পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) একটি সন্ত্রাসী সংগঠন হয়ে তারা যদি ক্যাম্পাসে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারে, তাহলে পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী ছাত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন সাংগঠনিক কার্যক্রম চালাতে পারবে না? একই কলেজে পৃথক আইন চলতে পারে না, সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে। অন্যথায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কাউকে ছাড় দিবে না।

পাহাড়ী ছাত্র পরিষদ কর্তৃক ভর্তি সহায়তা কার্যক্রমে বাধা দেওয়ায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়