বাঘাইছড়িতে দুস্থদের মাঝে পুলিশের কম্বল বিতরণ
বাঘাইছড়ি প্রতিনিধিঃ-
প্রকাশিত: ১৬:৩৪, ২ ফেব্রুয়ারি ২০২৩

রাঙামাটির বাঘাইছড়িতে মসজিদের ঈমাম মোয়াজ্জিন ও শতাধিক দুস্থ পাহাড়ি ও বাঙ্গালী পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে বাঘাইছড়ি থানার পুলিশ।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় থানা ভবনের সামনে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন এসব কম্বল বিতরণ করেন।
এ সময় থানার সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাঘাইছড়ি থানার ওসি শাহাদাৎ হোসেন বলেন, পুলিশের জনকল্যাণমূখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন: