কাপ্তাই প্রেস ক্লাব কর্তৃক ইউএনও’র বিদায় সংবর্ধনা
কাপ্তাই প্রতিনিধিঃ-
প্রকাশিত: ১৭:০১, ২ ফেব্রুয়ারি ২০২৩

বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি অংসুই ছাইন চৌধুরী, ইউএনও মুনতাসির জাহানসহ অন্যান্যদের দেখা যাচ্ছে।
কাপ্তাই প্রেস ক্লাবের আয়োজনে পদোন্নতি প্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কাপ্তাই প্রেস ক্লাব কার্যালয়ে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী।
প্রেস ক্লাব সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কাপ্তাই থানার ওসি মোঃ জসিম উদ্দিন, কাপ্তাই ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক কাজী মোশাররফ হোসেন।
বিদায় অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষক, জনপ্রতিনিধি এবং প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, কাপ্তাইয়ের ইউএনও মুনতাসির জাহান পদোন্নতি প্রাপ্ত হয়ে খাগড়াছড়ি জেলায় বদলী হয়।
মন্তব্য করুন: