টেম্পু বোটের দুর্ঘটনার কবলে জুরাছড়ি ইউএনও
জুরাছড়ি প্রতিনিধিঃ-
প্রকাশিত: ১১:৫৪, ১৬ মার্চ ২০২৩

জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ আজ রাঙামাটি থেকে কর্মস্থলে ফেরার পথে টেম্পো বোটের দুর্ঘটনার কবলে পড়েছে। এতে ইউএনওসহ দুই জন আহত হয়েছেন। অন্যজন হলেন- ভুবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ আবুসাইট।
জানা যায়, বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে রাঙামাটি থেকে কর্মস্থলে ফেরার পথে বার্মিজ বোট সেগায়াছড়ি এলাকায় ডুবা চরে উঠলে ছিটকে পরে তারা। এতে দু’জনেই আহত হয়। স্থানীয় বোট চালকরা উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার সহকারি সার্জন ডাক্তার মোঃ দেলোয়ার হোসেন বলেন, ইউএনও কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে অতিরিক্ত আহত হয়েছেন ভুবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ আবুসাইট।
মন্তব্য করুন: