• রাঙামাটি

  •  শনিবার, মার্চ ২৫, ২০২৩

রাঙ্গামাটি

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাঙামাটিতে অসহায় এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

 আপডেট: ১৩:৪৩, ১৮ মার্চ ২০২৩

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাঙামাটিতে অসহায় এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাঙামাটিতে অসহায় এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ মার্চ) সকাল ১১টায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাঙামাটি জেলা শাখার উদ্যোগে শহরের আইডিয়াল স্কুল প্রাঙ্গনে অসহায় শিশুদের মাঝে এসব খাবার বিতরণ করা হয়।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাঙামাটি জেলা শাখার সভাপতি তানিয়া আকতারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তপু দেওয়ানজীর সঞ্চালনায় অনুষ্ঠিত খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর। 

এ সময় উপস্থিত ছিলেন, শহর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক কানু দাশ গুপ্ত, রাঙামাটি জেলা যুব লীগের সহ-সভাপতি মো: শহীদুল আলম স্বপন, যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদ প্রমুখ।

অনুষ্ঠানে রাঙামাটি শহরের প্রায় শতাধিক অসহায় ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

মন্তব্য করুন: