লংগদুতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা
লংগদু প্রতিনিধিঃ-
প্রকাশিত: ১৬:৫১, ২০ মার্চ ২০২৩

রাঙামাটির লংগদুতে মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মার্চ) লংগদু উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গাথাছড়া বায়তুশ শরফ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফোরকান আহম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান।
এতে বক্তব্য রাখেন, লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ আজগর আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার শওকত আকবর।
এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক ও বিচারকগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন: