কাপ্তাইয়ে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
কাপ্তাই প্রতিনিধিঃ-
প্রকাশিত: ১৭:২৯, ২৩ মার্চ ২০২৩

বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র্যালী।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে বিশ্ব যক্ষা দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচলা সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে র্যালীটি উপজেলার বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সঞ্চালনা করেন টিএলসিএ জগৎ প্রভাত চাকমা। এতে সভাপতিত্ব করেন ডাঃ সৈয়দ মোঃ ফারুক।
প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ক্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, উপজেলা ব্র্যাক ব্যবস্থাপক সঞ্জয় চাকমা ও কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন।
আলোচনা সভায় যক্ষা নির্মূলে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। এ সময় বিভিন্ন এনজিও কর্মীরা অনুষ্ঠানে অংশ নেয়।
মন্তব্য করুন: