• রাঙামাটি

  •  সোমবার, জুন ৫, ২০২৩

রাঙ্গামাটি

রাঙামাটিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

 আপডেট: ০৯:৩৯, ২৫ মে ২০২৩

রাঙামাটিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন

রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৩ উপলক্ষে বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৪ মে) সকালে রাঙামাটি জিমনেসিয়ামে দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মাহমুদ, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক, স্কাউটের সহকারী কমিশনার নুরুল আবছার প্রমুখ।


৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলায় ১০ উপজেলার মোট ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। আগামীকাল বৃহস্পতিবার মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন: