রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নানিয়ারচর প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:৫০, ২৫ মে ২০২৩

নানিয়ারচরে আশিকার কার্যক্রমের সূচনা সভা

নানিয়ারচরে আশিকার কার্যক্রমের সূচনা সভা

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় আগামী ৩ বছরের কার্যক্রম নিয়ে সূচনা সভা করেছে এনজিও সংস্থা (আশিকা)।

বৃহস্পতিবার (২৫ মে) সকালে উপজেলা মিলনায়তন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

এ সময় নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা।

এতে উপজেলা ভাইস চেয়ারম্যান নূরজামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, গণমাধ্যম কর্মী, স্থানীয় প্যানেল ইউপি চেয়ারম্যান, সদস্য, হেডম্যান, কার্বারীসহ আশিকা সংস্থার উপজেলা সমন্বয়ক ও মাঠ কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বলা হয়, উপজেলা ভিত্তিক আগামী তিন বছরের কার্যক্রমের লক্ষ্য বুড়িঘাট ও সাবেক্ষং ইউনিয়ন আওতাভুক্ত করা হয়েছে। এবং আশিকা সংস্থা এই দুই ইউনিয়নে কার্যক্রমের বিশদ আলোচনা করে।

জনপ্রিয়