জুরাছড়িতে মাতৃ পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা
জুরাছড়ি প্রতিনিধিঃ-
প্রকাশিত: ১৫:৫৬, ২৫ মে ২০২৩

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় কমিউনিটি ক্লিনিক পর্যায়ে মাতৃ পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জুরাছড়ি ইউনিয়নের মিতিংগাছড়ি কমিউনিটি ক্লিনিকে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় স্থানীয় ওয়ার্ড সদস্য কিরণ কুমার চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনন্যা চাকমা উপস্থিত ছিলেন।
এ সময় আবাসিক মেডিকেল অফিসার সহকারি সার্জন ডাক্তার মোঃ দেলোয়ার হোসেন, স্বাস্থ্য পরির্দশক প্রচারক চাকমা উপস্থিত ছিলেন। এতে মিতিংগাছড়ির ৬০ জন মা অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন: