রাঙামাটি । বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ২৫ বৈশাখ ১৪৩১

লংগদু প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১০:১৭, ২৭ মে ২০২৩

আপডেট: ১০:৫০, ২৭ মে ২০২৩

লংগদুর মাইনীমুখ বাজারে আগুনে পুড়ে ছাই ৯ দোকান

লংগদুর মাইনীমুখ বাজারে আগুনে পুড়ে ছাই ৯ দোকান

রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে মধ্যরাতে আগুন লেগে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টা ২০ মিনিটের সময় মাইনীমুখ বাজারের মসজিদ রোডস্থ (নিচের বাজার) এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কোন একটি দোকান থেকে বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে দোকান মালিক ও এলাকাবাসীর ধারণা।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পিটু চৌধুরী জানান, আমি দোকানের ভিতর ঘুমিয়ে ছিলাম, বিকট শব্দে আমার ঘুম ভেঙে যায়। জেগে দেখি আমার দোকান লাল হয়ে আছে। কোনো মতে জানটা নিয়ে বের হতে পেরেছি। আমার সবকিছু শেষ। এ ধরণের আর্তনাদ ক্ষতিগ্রস্ত সকলের।

আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, রেড ক্রিসেন্ট এবং জনসাধারণ আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মাইনীমুখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রশীদ আহম্মেদ সওদাগর জানান, অগ্নিকাণ্ডের ফলে প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ব্যবসায়ীরা একেবারে সর্বশান্ত হয়ে গেছে।

সম্পর্কিত বিষয়: