রাঙামাটি । বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

লংগদু প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:৫৫, ২৮ মে ২০২৩

লংগদুতে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন

লংগদুতে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন

রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‌‌‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (২৮ মে) লংগদু সদরে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিঃ দায়িত্ব) আকিব ওসমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার। 

বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য আছমা বেগম, উপজেলা প্রকৌশলী শামসুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, প্রবীণ সাংবাদিক মোঃ এখলাস মিঞা খান।

এ সময় বিভিন্ন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

শেষে অতিথিবৃন্দগণ চিত্রাঙ্কন ও  কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ