রাঙামাটি । বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ , ৩ বৈশাখ ১৪৩১

লংগদু প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১১:২৯, ৫ জুন ২০২৩

লংগদুতে ১০ নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল বিতরণ

লংগদুতে ১০ নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল বিতরণ

রাঙামাটির লংগদু উপজেলায় মৎস্য চাষের পাশাপাশি ছাগল পালন করে জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

গত রবিবার লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরীর প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক কর্মসূচীর অধীনে উপজেলার বিভিন্ন এলাকার নিবন্ধিত ১০ জন জেলেকে জনপ্রতি ৪টি করে মোট ৪০টি ছাগল বিতরণ করা হয়।

লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার প্রধান অতিথি হিসেবে নিবন্ধিত জেলেদের মাঝে এসব ছাগল বিতরণ করেন।

ছাগল বিতরণ অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের রাঙামাটি জেলা সিনিয়র সহকারী পরিচালক নাজিম উদ্দীন, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব উসমান, লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম (ঝান্টু), নারী ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানবীর আহসান উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়: