রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

আলোকিত রাঙ্গামাটি ডেস্কঃ-

প্রকাশিত: ১৮:১২, ২০ অক্টোবর ২০১৯

বরকলে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়া আসামীর আত্মসমর্পণ

বরকলে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়া আসামীর আত্মসমর্পণ

রাঙামাটির বরকল থানা পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়া এক আসামী আত্মসমর্পণ করেছে আজ রবিবার (২০ অক্টোবর)।

আসামীর নাম শ্রী-অরঞ্জন সরর্মা (৩৫)। সে ছোটহরিণার ভূষন ছড়া এলাকার মৃত সুধন চন্দ্র সরর্মার ছেলে ।

জানা যায়, শনিবার (১৯ অক্টোবর) দুপুর ৩ টার সময় বরকল থানার এ এস আই মোঃ ফরিদ উদ্দীন ও তার সঙ্গীয় ফোর্স ছোট হরিণা বাজার এলাকা হতে আসামী শ্রী-অরঞ্জন সরর্মাকে আটক করে। পরবর্তী বিকাল ৪টার সময় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পুলিশের হাত থেকে ছুটে পাহাড়ের জঙ্গলের দিকে দৌঁড়ে পালিয়ে যায় আটক আসামী শ্রী-অরঞ্জন সরর্মা। এ সময় পুলিশের এ এস আই বাজারের সাধারণ জনগণকে সাথে নিয়ে পাহাড় এলাকায় ব্যাপক খোঁজা খোঁজির পরও তাকে আর পাওয়া যায়নি।

এদিকে, এ ঘটনার ১৫ ঘন্টা অতিবাহিত হওয়ার পর আজ রবিবার (২০ অক্টোবর) সকাল ৭ টার সময় বরকলের ৪নং ভূষন ছড়া ইউনিয়নের গ্রাম পুলিশ মোঃ হাবিবুর রহমানের নিকট আত্নসমর্পন করেন হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়া পলাতক আসামী শ্রী-অরঞ্জন সরর্মা। পরে গ্রাম পুলিশ মোঃ হাবিবুর রহমান তাকে  বরকল থানার এ এস আই মোঃ ফরিদ উদ্দীন এর নিকট হস্তান্তর করে বলে জানা যায়।


 

আলোকিত রাঙামাটি